কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ফুলবাড়ী সদর ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার হাবিবপুরে এ ঘটনা ঘটে।
মৃত রাজু মিয়া (২৩) ওই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের হযরত আলীর ছেলে। তিনি ডিপ্লোমা প্রকৌশলী এবং ওয়াই-ফাই লাইন স্থাপনের কাজ করেন।
প্রত্যক্ষদর্শী মৃত রাজুর সহযোগী মতিউর রহমান ও মামুন মিয়া জানান, রাজু বৈদ্যুতিক খুঁটিতে উঠে ওয়াই-ফাই ফাইবার তার টাঙানোর কাজ করছিল। এ সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে হাত জড়িয়ে পড়ে। এতে শর্টসার্কিটের হলে ছিটকে মাটিতে পড়ে যায়। সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয়।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।