রংপুর প্রতিনিধি
বিভিন্ন প্রতিষ্ঠানে জাত হরিজনদের ছাঁটাই বন্ধ করা, নিয়োগে লিখিত পরীক্ষা ছাড়াই বাস্তবতা যাচাই করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়াসহ সরকার ঘোষিত পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজনদের ৮০ শতাংশ কোটা নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হরিজন সম্প্রদায়।
আজ বুধবার দুপুরে রংপুর বিভাগে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের নিয়োগে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের বঞ্চিত করে অন্যদের চাকরি দেওয়ার প্রতিবাদে কাচারি বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান হরিজন নেতারা।
হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর বলেন, মুসলিম সম্প্রদায়ের লোকজন হরিজন সার্টিফিকেট তৈরি করে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছেন। আমরা বঞ্চিত হচ্ছি। কাজ হারাচ্ছি। এমনটা হলে আমরা জীবন বাঁচাব কি করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন বলে জানান তিনি।
এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন আজকের পত্রিকাকে বলেন, হরিজন তাঁদের দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি আমার দপ্তরে দিয়েছে। এটা খুব দ্রুত পাঠানো হবে।
হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর জেলার সহসভাপতি রাজু বাসফোরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নির্বাচন অফিসে কর্মরত জয় বাসফোর, সংগঠনের উপদেষ্টা লিটন বাসফোর ও সাধারণ সম্পাদক সাজু বাসফোর অন্যান্যরা।