নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ফয়সাল দিদার দিপু নামে এক চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এই আদেশ দেন।
ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, উল্লেখিত সময়ে শহীদ তুলসীরাম সড়কে ফয়সাল দিদার দিপু ঘোড়ার গাড়িতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেন। এ আদেশের পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ফয়সালের কর্মী-সমর্থকেরা সৈয়দপুর থানার সামনে সমবেত হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম আমিনুল ইসলাম বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০১৬ সালের নির্বাচনী আচরণবিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।