কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এতে চলতি মৌসুমে ইরি-বোরো মৌসুমে ধান চাষ নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
কৃষকেরা বলছেন, বীজতলায় বীজ বপনের সময় আবহাওয়া ভালো থাকায় বীজতলার চারা সতেজ ও সবুজ ছিল। কিন্তু এরপর কুয়াশা ও শীত বেড়ে যাওয়ায় বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৬ হাজার ৪০৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা এ জন্য ৮৯২ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন।
উপজেলার তিলাই ইউনিয়নের বাসিন্দা কৃষক মশিউর রহমান বলেন, ‘সাত বিঘা জমির জন্য বীজতলা তৈরি করেছি। ঠান্ডায় বীজতলার চারা বড় হচ্ছে না। এ ছাড়া চারা রোগাক্রান্ত হয়ে কুঁকড়ে লালচে ও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কারও কারও চারা মারা যাচ্ছে। চারা সুস্থ ও সবল না হলে ভালো ফলন পাওয়া যাবে না। বীজতলা নিয়ে দুশ্চিন্তায় আছি।’
পাইকেরছড়া ইউনিয়নের কৃষক ফজলুল হক বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে কুয়াশা থেকে বীজতলা রক্ষায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পলিথিন দিয়ে ঢেকে রাখছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন, ‘বীজতলা নিরাপদ রাখতে কৃষকদের পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া রোগাক্রান্ত বীজতলায় রাতে ভরে রেখে সকালে পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’