কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রচণ্ড দাবদাহে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন ও পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ বুধবার দুপুর ১২টা ও দুপুর ১টায় উপজেলার উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। তারা দুজনই ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
উত্তর রাবাইতারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল আমিন আজকের পত্রিকাকে জানান, বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পর বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী প্রচণ্ড দাবদাহের কারণে অচেতন হয়ে পরীক্ষার কক্ষেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর নবম শ্রেণির অপর ছাত্র পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের পাশের রাস্তায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজনসহ তাকেও উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অচেতন অবস্থায় ওই দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। তারা এখন শঙ্কামুক্ত।’