Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

তিস্তার পানি বেড়ে তলিয়েছে আমন খেত, বন্যার শঙ্কা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

তিস্তার পানি বেড়ে তলিয়েছে আমন খেত, বন্যার শঙ্কা

নীলফামারীতে গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। আবারও বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারেজের সব কটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ। 

পাউবো ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ রোববার বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৭ সেন্টিমিটার। যা বিপৎসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৯টায় এই পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫১ দশমিক ৬২ সেন্টিমিটার ও দুপুর ১২টায় ৫১ দশমিক ৮০ সেন্টিমিটার।

ডালিয়া পাউবোর পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, শনিবার রাত থেকে নদীতে পানি বাড়তে শুরু করেছে। রোববার সকাল থেকে পানি প্রবাহ যেভাবে বাড়ছে এতে রাত নাগাদ আবারও তিস্তায় বন্যা দেখা দিতে পারে। 

এদিকে অব্যাহত বৃষ্টিতে পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে তিস্তার চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল, আমন ধানের খেত। তিস্তা তীরবর্তী গ্রাম ও চর এলাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে পাউবো। 

পানি বাড়ায় উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, খালিশা ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নে নদীর তীরবর্তী এলাকার পরিবারগুলো বন্যার আশঙ্কায় রয়েছেন। পানি বাড়িতে ঢুকে পড়লে তিস্তা পাড়ের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা। 

চর খড়িবাড়ি গ্রামের রিপন ইসলাম বলেন, চর এলাকায় অনেক বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া হঠাৎ পানি বৃদ্ধির ফলে গবাদি পশু-পাখি নিয়েও বিপাকে পড়েছেন বাসিন্দারা। 

খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, শনিবার থেকে পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে নিচু এলাকার অনেক ফসলের খেত পানিতে ডুবে গেছে। যদি তিস্তায় আবার বন্যা দেখা দেয় তাহলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। 

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪ গেট খুলে রাখা হয়েছে। তবে এভাবে পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তার পানি কমার কোনো সম্ভাবনা নেই বরং পানি আরও বাড়তে পারে।

২২ বছর পর ফুলবাড়ীতে আবার ট্রাফিক ব্যবস্থা চালু

বৈষম্যবিরোধী তিন নেতার ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়