হোম > সারা দেশ > রংপুর

কালীগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আবু মুসা ছোটন (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বুধবার নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। 
 
এর আগে গতকাল মঙ্গলবার ইফতারের পর উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয় মাঠে ওই ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। 
 
ছোটন ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে ছোটন ইফতারের পর শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাছে দোকানে বসেছিলেন। এ সময় একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশনহ (২৫) বেশ কয়েকজন যুবক জরুরি কথা আছে বলে ছোটনকে স্কুল মাঠে ডেকে নিয়ে যান। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা ছোটনকে ছুরিকাঘাত করেন। এ সময় ছোটন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন এবং পলাশকে আটক করেন। গুরুতর আহত অবস্থায় ছোটনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
 
আজ এ বিষয়ে ছোটনের মা ছালেহা বেগম বাদী হয়ে পারিবারিক কলহের জেরে ছোটনকে হত্যা করা হয়েছে জানিয়ে ২৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আটক পলাশকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম গোলাম রসুল বলেন, এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কারাবন্দী স্বামীর হত্যার হুমকিতে তটস্থ সাথী হিজড়া

মাঘের শুরু হতেই শীতে বিপর্যস্ত দিনাজপুরবাসীর জনজীবন

হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেডিকেলে সুযোগ পেলেও মুখ মলিন

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

সেকশন