কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে এক মাছ চাষির পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই মাছ চাষির। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
এর আগে গত সোমবার রাতের কোনো এক সময় পুকুরে বিষ দেওয়ার ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ভুক্তভোগী মাছ চাষির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি ইউনিয়নের ধনঞ্জয় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মঙ্গলবার রাজারহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক বেসরকারি চাকরি ছেড়ে গত বছর থেকে নিজ গ্রামে মাছ চাষ শুরু করেন। প্রায় দুই একর আয়তনের পুকুরে মাছ চাষ করে স্বামী-স্ত্রী মিলে তা দেখাশোনা করেন। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে শত শত মৃত মাছ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।
রাজ্জাকের স্ত্রী স্মৃতি বেগম বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী দিনরাত পরিশ্রম করে মাছ চাষ করছি। মাছ বিক্রির আয় দিয়ে সংসার খরচ চলে। এ ঘটনায় আমরা ন্যায় বিচার চাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আব্দুল্লা হিল জামান আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুকুরের পানি আর মৃত মাছ পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন আসলে মাছগুলো মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।