দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় আরতি বাস্কে (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। বিরামপুরের কলেজ বাজারে আজ সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহত আরতি বাস্কে (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামের সুনীল বাস্কের স্ত্রী।
নিহত আরতি বাস্কের স্বামী সুনীল বাস্কে জানান, তারা সকালে তাদের নিজ গ্রাম থেকে ভ্যানে বিরামপুর উপজেলার খানপুরে অসুস্থ মেয়েকে দেখতে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিরামপুর কলেজ বাজারে আসলে পেছন থেকে একটি ট্রাক তাদের ভ্যানকে ধাক্কা দেয়।
এ সময় সুনীলের স্ত্রী আরতি ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুন ফেরদৌস আরতি বাস্কেকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, আলুবোঝাই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।