হোম > সারা দেশ > রংপুর

বিয়ের ৩ দিনের মাথায় স্বামী কারাগারে, ফিরে পেলেন ১৬ বছর পর

ঠাকুরগাঁও প্রতিনিধি

স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছেন ববি আক্তার। ছবি: আজকের পত্রিকা

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সাবেক বিডিআর সদস্য মোতাহার হোসেন মানিক (৩৬)। দীর্ঘ ১৬ বছর পর গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে মায়ের কোলে ফেরেন তিনি। তাঁকে দেখতে ভিড় জমান আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ বন্ধুবান্ধব।

এ সময় আবেগে আপ্লুত হন উপস্থিত সবাই। বাড়ির পাশে বাস থেকে নামলে গ্রামবাসী ফুলের মালা দিয়ে মোতাহারকে বরণ করে নেয়। এরপর তাঁকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় তাঁর মা মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বুকের ধন ফিরে পেয়েছি। আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয়।’

মোতাহার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও কচুবাড়ী জোতপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। বাড়ি ফিরে বাবাকে না পেয়ে মোতাহার কান্নায় ভেঙে পড়েন। তিন বছর আগে তাঁর বাবা মারা যান। 

চাকরির ছয় মাস বয়সে পিলখানা হত্যাকাণ্ড মামলায় ১৬ বছর জেল খাটেন মোতাহার। ট্রেনিং শেষে বাড়ি ফিরলে বাবা তাঁকে বিয়ে করান পাশের গ্রামের ববি আক্তারকে। তিন দিন সংসার শেষে কর্মস্থলে ফিরে যান তিনি। ১৬ বছর ধরে অপেক্ষায় থাকা স্ত্রীর কাছে ফিরলেন অবশেষে। স্বামীকে ফিরে পেয়ে কান্না আর থামছিল না তাঁর। ববি বলেন, ‘বিয়ের তিন দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলাম। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবু তাঁর মুক্তি মেলেনি। ১৬ বছর পর সেই দিন এল।’

১৬ বছর পর মায়ের সঙ্গে দেখা। ছবি: আজকের পত্রিকা

পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়া মোতাহার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো, তাহলে আমার কারাভোগ করতে হতো না।’ তিনি বলেন, ‘১৬ বছর পর মায়ের কোলে ফেরা অন্যরকম এক অনুভূতি। এটা বলে বোঝানো যাবে না। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মাত্র ছয় মাস চাকরির বয়সে বিনা অপরাধে ১৬ বছর জেলখানায় কেটে গেছে। কী থেকে কী হয়েছে, এটা সবাই জানে।’

মোতাহার হোসেন মানিককে ফুল দিয়ে বরণ করে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

মোতাহার হোসেন বলেন, ছয় মাস চাকরি আর ১৬ বছরের জেল। এই অল্প সময়ে কী অপরাধ করতে পারি বলেন? বাড়ি ফিরেছি, তবে একটাই চিন্তা, ১০ তারিখ কোর্ট আছে। প্রহসনের কোর্ট; মামলার বাদী বলেছেন, আমাদের ওপর প্রহসনের মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার ইচ্ছা করলেই এটি ডিস্ট্রয়, বাতিল বা শেষ করতে পারে। জানি না আর কত দিন হয়রানি হতে হবে এই বলে দীর্ঘশ্বাস ফেলেন তিনি।  

সাবেক এই বিডিআর সদস্য বলেন, ‘আমাদের অনেক অসহায় ভাই এখনো ভেতরে আছেন। তাঁদের কোনো অপরাধ নেই। মিথ্যা মামলায় তাঁদের ফাঁসানো হয়েছে। এই সরকারের উচিত তাদের ছেড়ে দেওয়া।’ তিনি আরও বলেন, ‘৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ফ্যাসিজম দূর হওয়ায় আমি মায়ের কোলে ফিরে আসতে পেরেছি।’

কাউনিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা, শ্বশুর গ্রেপ্তার

গাইবান্ধায় নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুরের স্বপ্নপুরীতে বন বিভাগের অভিযান, ৭৪ প্রাণী জব্দ

দিনাজপুরে নেসকোর প্রি-পেইড মিটার বাতিল দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

আড়ায় ঝুলছিল গৃহবধূর লাশ, যৌতুকের জন্য হত্যার অভিযোগ

বিচারকের অপসারণ দাবিতে আদালতের গেট তালাবদ্ধ করে বিক্ষোভ

এনআইডিতে মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন, স্মারকলিপি

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ বিচারিক ও রাজনৈতিক সিদ্ধান্ত: কমিশনার সানাউল্লাহ

বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকতে হয়েছে: সারজিস আলম

সেকশন