প্রতিনিধি, ঠাকুরগাঁও
স্কিপিং বা দড়ি লাফে ৩০ সেকেন্ডে ১৪৫ বার লাফিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছেন ঠাকুরগাঁওয়ের মো. রাসেল। বৃহস্পতিবার (২৯ জুলাই) ওয়ার্ল্ড গিনেস বুক কর্তৃপক্ষের দেওয়া দুটি সনদ হাতে পেয়েছেন রাসেল।
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় রাসেলকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শনিবার (৩১ জুলাই) শহীদ মোহাম্মদ আলী ষ্টেডিয়ামে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ।
রাসেল জানায়, ছোটবেলা থেকেই খেলাধুলা তাঁর কাছে প্রিয়। ইচ্ছে ছিল একদিন এই খেলা নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার। সেই থেকে বাসার আশপাশে বিভিন্ন সড়কের ধারে যখন যেখানে সময় পেয়েছে সেখানেই স্কিপিং রোপের চর্চা করেছে সে। অবশেষে, নিজেকে এই খেলায় পরিপূর্ণ মনে হলে ২০১৯ সালে অনলাইনের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করে রাসেল। স্কিপিং রোপে এক পায়ের ওপর দুটি বিষয়ে চ্যালেঞ্জ করে সে। একটি ৩০ সেকেন্ডের অন্যটি এক মিনিটের।
নতুন কোন লক্ষ্য আছে কী-না জানতে চাইলে রাসেল বলে, তাঁর লক্ষ্য এখন সাউথ এশিয়ান গেমস ও আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত বিভিন্ন দেশের সঙ্গে খেলায় অংশগ্রহণ করা।
রাসেলের বাবা বজলুর রহমান বলেন, ছোটবেলা থেকেই রাসেল খেলাধুলার প্রতি খুব আগ্রহী। তবে এ রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। পড়াশোনার পাশাপাশি আমি ওকে উৎসাহিত করেছি। আজ ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু বলেন, রাসেলের সাফল্য দেশের জন্য বয়ে এনেছে সুনাম। তাতে আমরা দারুণ খুশি। তাঁর সাফল্যে বিশ্বব্যাপী দেশের নাম ছড়িয়ে পড়বে। জেলা ক্রীড়া সংস্থা থেকে আজ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে পরবর্তীতে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।