Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের ৪ দিন পর তিস্তা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

নিখোঁজের ৪ দিন পর তিস্তা নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের চার দিন পর তিস্তা নদীতে ডুবে যাওয়া কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর রাতে তিস্তা নদীতে মাছ ধরার সময় জেলেরা একটি মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্বজনেরা বদিয়াজ্জামান বদিয়ালের (৫৮) মরদেহ হিসাবে শনাক্ত করেন। নিহত বদিয়ালের মরদেহ উদ্ধারের পর সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত বুধবার বিকেলে সাঁতরে তিস্তা নদী পাড় হওয়ার সময় নিখোঁজ হন তিনি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, থেতরাই ইউনিয়নের নগরপাড়া গ্রামের শহিদুল, গোলজার ও বদিয়াজ্জামানসহ চারজন গত বুধবার দুপুরে গরুর খাদ্য (ঘাস) সংগ্রহের জন্য পূর্ব দিক থেকে তিস্তা নদী সাঁতরে পশ্চিম দিকের গোড়াই পিয়ার চরে যান। এরপর ঘাস সংগ্রহ শেষে বিকেলে চারজন মিলে পুনরায় নদী সাঁতরে পূর্ব দিকে আসার পথে মাঝ নদীতে তিস্তার প্রবল স্রোতের মধ্যে পড়ে তিনজন তীরে পৌঁছাতে পারলেও বদিয়াজ্জামান নিখোঁজ হয়ে যান। 

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হন। নিখোঁজের চার দিন পর শনিবার ভোর রাতে দুর্ঘটনাস্থলের কিছু দুরে জুয়ানসাতরা এলাকায় তার মরদেহ ভেসে উঠলে পরিবারের পক্ষ থেকে বদিয়ালকে শনাক্ত করা হয়। 

থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

‘ইউএনও–ডিসিকে সামলাতে হচ্ছে’ বলে চাঁদা দাবি করা বৈষম্যবিরোধী নেতাকে অব্যাহতি

ঠিকাদারের কাছে ৬% ঘুষ চাইলেন প্রকৌশলী

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক