হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধা টার্মিনাল থেকে উধাও হওয়া বাস হিলিতে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের উধাও হওয়া যাত্রীবাহী বাসটির সন্ধান পাওয়া গেছে। দিনাজপুর জেলার হাকিমপুর থানা এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে।

হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে আজ বৃহস্পতিবার ভোরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসটি উধাও হয়।

গাইবান্ধা বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদশা বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ব-১৪৬৪৩০) প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়।

এরপরই বাস চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হানিফ পরিবহনের গাইবান্ধা শাখার ম্যানেজার রাশেদ মিয়া বলেন, ‘বাসটি দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানার শালাইপুর বাজার থেকে সন্ধ্যার দিকে উদ্ধার হয়েছে। গাইবান্ধায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এই মুহুর্তে খুব ব্যস্ত আছি, পরে কথা বলব।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছিল। লোকমুখে শুনেছি, কিছুক্ষণ আগে বাসটি দিনাজপুর থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগকারী বাস উদ্ধারের বিষয়ে এখনো আমাদের কিছু জানাননি।’

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

সেকশন