হোম > সারা দেশ > রংপুর

‘মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার’

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মাদকবিরোধী প্রচার চালিয়েছে ‘ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লস’ নামের একটি সংগঠন। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও জনসচেতনতা তৈরি করতে এই প্রচার চালানো হয়।

এ সময় ‘মাদক বিক্রেতার বাড়ি হোক গণশৌচাগার’, ‘মাদক তাড়াও, মানুষ বাঁচাও’, ‘কৌতূহলবশত মাদক গ্রহণ, মাদক আসক্তির প্রধান কারণ’, ‘মাদক নির্মূলে পুলিশকে সহায়তা করুন’—এ ধরনের বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মাদকবিরোধী এই কর্মসূচিতে অংশ নেওয়া ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লসের সদস্য সানজিদা পারভীন, সাগরিকা দাশ ও চম্পা রানী বলেন, ‘আমরা এই সংগঠনের মাধ্যমে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষাসহ জনসচেতনতা তৈরি করতে কাজ করছি। আমরা মাদকমুক্ত একটি রাষ্ট্র চাই।’

এ বিষয়ে সংগঠনটির সভাপতি শাহিন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অধিকার আদায়সহ মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এরই অংশ হিসেবে গতকাল ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লসের সদস্যরা শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন স্লোগানসহ মাদকবিরোধী প্রচারণা চালিয়েছেন। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন