Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া, হার্টঅ্যাটাকে মৃত্যু: আটক ৩

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)

জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া, হার্টঅ্যাটাকে মৃত্যু: আটক ৩

দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে হার্টঅ্যাটাকে মো. মোতালেব হোসেন (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় ওই স্থান থেকে স্থানীয়রা তিন জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মির্জাপুর এলাকার শাখা যমুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোদ্র গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। আটককৃত তিন জুয়াড়ি হলেন, পীরগঞ্জ উপজেলার টুকরি দক্ষিণ পাড়া গ্রামের মৃত. রমিজ উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪০), একই উপজেলার বলদি বাতান গ্রামের মহেন্দ্র চন্দ্রের ছেলে রমনি কান্ত (৩৬), খালাশপীর এলাকার মতিয়ার রহমানের ছেলে মুশফিকুর রহমান (৩৫)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় জামাদারপাড়া গ্রামের সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শাখা যমুনা নদীর পাড়ে নির্জন স্থানে জুয়া খেলছিলেন কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁদের ধাওয়া করেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে নৌকাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় মোতালেব অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে পড়েন। তাঁকে রেখে বাকি কয়েকজন নদীর অপর পাড়ে চলে যান। পরে স্থানীয়রা এসে মোতালেবকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখেন। এ সময় তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং তিন জুয়াড়িকে আটক করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত মুঠোফোনে বলেন, শাখা যমুনা নদীর পাড়ে জুয়াখেলা শেষে ফেরার সময় হৃৎক্রিয়া বন্ধ হয়ে মোতালেব হোসেন নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ধাওয়া করে তিন জুয়াড়িকে আটক করে পুলিশে দিয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রোকন গ্রেপ্তার

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ