হোম > সারা দেশ > রংপুর

বিপৎসীমায় তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ কপাট

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ফলে ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছেন ব্যারাজ কর্তৃপক্ষ। 
 
আজ শনিবার দুপুর ১২টা দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। 

এর আগে শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। 

পানি উন্নায়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিপাতের কারণে শনিবার ভোর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এতে দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। 
 
এ বিষয়ে ডালিয়া পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা আজকের পত্রিকা বলেন, ‘তিস্তা নদীর পানি শনিবার ভোর থেকে বাড়তে শুরু করেছে। সকালে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন