হোম > সারা দেশ > পঞ্চগড়

হিমালয়ের হিমবাহে জবুথবু তেঁতুলিয়া, তাপমাত্রা কমে সর্বনিম্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে দেশের শেষ প্রান্তের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে তাপমাত্রা কমছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনে তাপমাত্রা উঠানামার কারণে সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও কুয়াশা ঢাকা থাকছে চারপাশ। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে দিনের বেলা সূর্যের আলো দেখা যায় এবং গরম অনুভূত হয়। কয়েক দিনে শীতের তীব্রতা কিছুটা বাড়ার কারণে মানুষ গরম কাপড় পরছে। 

এদিকে শীতকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে গরম কাপড় ও শীতের পিঠার দোকানগুলো জমে উঠতে শুরু করেছে। পাশাপাশি ঠান্ডা ও গরম আবহাওয়ার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাবও শুরু হয়েছে। 

এদিকে আবহাওয়া কার্যালয় বলছে, তবে চলতি মৌসুমে গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ দিন আগেই শীতের আমেজ শুরু হয়েছে। তবে তাপমাত্রা ডিসেম্বরের শেষের দিকে ও জানুয়ারির শুরুতে আরও হ্রাস পাবে এবং শীতের তীব্রতা বেশি থাকবে। 
 
এ বিষয় উপজেলার ভজনপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়ছে। আমরা সন্ধ্যা হলেই গরম কাপড় পড়ে বের হচ্ছি। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খবর নেয় না। কিন্তু শীত কালে আমাদের অনেক কষ্ট হয়।’ 

এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, আমরা ইতিমধ্যে গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যেহেতু এ উপজেলায় প্রতি বছর শীতের তীব্রতা বেশি ও দীর্ঘস্থায়ী থাকে তাই কেউ যেন দুর্ভোগে না পড়ে তাই আমরা আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। 

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার