Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সেই আওয়ামী লীগ নেতার ওপর এবার দুর্বৃত্তের হামলা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

সেই আওয়ামী লীগ নেতার ওপর এবার দুর্বৃত্তের হামলা
হামলার শিকার রাশেদুর রহমান রাশেদ। ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ের সীমানা দেয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়ার এক দিন পর রাশেদুর রহমান রাশেদ নামের সেই আওয়ামী লীগ নেতা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাশেদুর রহমান রাশেদ কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। তিনি কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন রাশেদ। মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক হামলা চালান। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কেউ এ বিষয়ে অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গত বুধবার দুপুরে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সীমানা দেয়ালের ইট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা রাশেদকে আটক করে স্থানীয়রা। পরে কৌশলে সেখান থেকে সটকে পড়েন তিনি।

চার মাসেও ভাতা ফেরত পাননি ২৭০ প্রতিবন্ধী

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু ফেলে মহাসড়ক অবরোধ

পীরগাছায় শিয়ালের কামড়ে আহত ৫

রাণীশংকৈলে ভুট্টাখেতে পড়ে ছিল নৈশপ্রহরীর লাশ

পুরোপুরি উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, কমবে লোডশেডিং

তত্ত্বাবধায়ক-ঠিকাদার মিলে গাইবান্ধা হাসপাতালে দুর্নীতির মহোৎসব

বীরগঞ্জে আগুনে পুড়ল ১৫ পরিবারের ২৮ ঘর

আবু সাঈদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা ইমরান ৩ দিনের রিমান্ডে