দিনাজপুরের খানসামায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিশোর ওই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, গতকাল বিকেলে শিশুটি তার বাড়ির পাশে খেলার সাথিদের সঙ্গে খেলছিল। এ সময় ওই কিশোর শিশুটিকে লিচু খাওয়ানোর কথা বলে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই কিশোর পালিয়ে যায়। পরে শিশুটির বাবাকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বলেন, মামলার পর ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হবে।