হোম > সারা দেশ > রংপুর

পরীক্ষা না দিয়ে পাস করলেন ছাত্রলীগ নেত্রী ঐশী

রংপুর প্রতিনিধি

সুরাইয়া ইয়াসমিন ঐশী। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়ে পাস করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটিকে তদন্ত প্রতিবেদনের জন্য কোনো সময় উল্লেখ করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কমিটির আহ্বায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলাম, সদস্যসচিব গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং সদস্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক।

শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন এই নেত্রী।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ছাত্রলীগ নেত্রী ঐশিকে অংশ নিতে কেউ দেখেননি। কিন্তু ১৮ ডিসেম্বর ফলাফল প্রকাশ হলে উত্তীর্ণের তালিকায় তার নাম আসে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

জানতে চাইলে গণসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ নেত্রী ঐশী পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।’

স্বপ্ন অনিশ্চিত মাজেদুলের

দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

৯ হাজার বিনা মূল্যে বই জব্দ: তিন সদস্যের তদন্ত কমিটি

পরীক্ষা না দিয়ে পাস ছাত্রলীগ নেত্রী, এবার শিক্ষককে অব্যাহতি

মধ্যপন্থী রাজনৈতিক দল গড়বে বৈষম্যবিরোধীরা, ঘোষণা ফেব্রুয়ারিতে: আখতার

বীরগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে ‘বৃষ্টির মতো’ ঝরছে কুয়াশা, হাড়কাঁপানো শীতে নাকাল জনজীবন

নীলফামারীতে বিদ্যালয়ের ইট চুরি করতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে মাহমুদুর রহমানকে অব্যাহতি

কারাবন্দী স্বামীর হত্যার হুমকিতে তটস্থ সাথী হিজড়া

সেকশন