বঙ্গবন্ধু শোষিত বাঙালি জাতিকে শাসকের আসে বসিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘বাঙালিরা কোনো দিন শাসক ছিল না, তাঁরা ছিল শোষিত। বঙ্গবন্ধু শোষিত জাতিকে শাসকের আসনে বসিয়েছিলেন।’
আজ মঙ্গলবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু মনে-প্রাণে বিশ্বাস করেন আপসকামিতা মৃত্যুর শামিল। বাঙালিরা তাঁর ডাকে সারা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে, বাঁশের লাঠি হাতে নিয়ে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বীর বেশে এ দেশ স্বাধীন করেছেন।’
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘যারা এ দেশকে বিশ্বাস করেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করে স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিছুটা সফল হলেও এ দেশের মানুষ ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যাকে দেশ শাসনের ভার দিয়ে, সে ষড়যন্ত্র সফল হতে দেয়নি।’
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ষড়যন্ত্রকারী ও বিশ্বাসঘাতকের সঙ্গে হাত মিলিয়ে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছিল। অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কার হিসেবে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল।’
মন্ত্রী আরও বলেন, ‘আল কোরআনের অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিল। আর যারা মিথ্যাচার করে তারা শয়তানের শামিল।’
এ ছাড়াও ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এর আগে সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানে ১৩ জন অসুস্থ রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক প্রদান, যুব উন্নয়ন দপ্তরের আওতায় প্রশিক্ষিত যুবকদের ঋণের চেক প্রদান ও জাতীয় শোক দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।