চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় রংপুর মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাক লাগানো ফল করেছে। এর মধ্যে রংপুর ক্যাডেট কলেজের ৪৮ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
আজ শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রংপুর জিলা স্কুল থেকে ২৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪৬ জন। তাদের মধ্যে ১৮১ জন পেয়েছে জিপিএ-৫। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২৬৩ জনের মধ্যে পাস করেছে ২৬০ জন। তাদের ১৭৩ জন পেয়েছে জিপিএ-৫।
এ ছাড়া রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১০ জন পরীক্ষা দেয়। পাস করেছে ৫০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৮৫ জন। ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের ১৩০ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ১০৯ জন পেয়েছে জিপিএ-৫।
পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৫৭ জন পরীক্ষা দেয় এবং পাস করেছে ৪৫৬ জন। এখান থেকে ২৭৪ জন পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে ৮৩ জন দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে সবাই। সেখানে ৫১ জন পেয়েছে জিপিএ-৫।