কুড়িগ্রামের উলিপুরে পৌর শহরেই ৬ নম্বর ওয়ার্ড (সদর) মুন্সিপাড়া এলাকার অর্ধশতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে তারা এখন ঘর থেকে বের হতে পারছেন না।
এ ছাড়া পৌর শহরের কোটি টাকার একমাত্র গরুর হাট পানিতে তলিয়ে যাওয়ায় হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার করে এখানে হাট বসে থাকে। । চারদিকে পানি জমে থাকায় নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি কষ্ট করছেন বয়স্ক, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ লোকজনেরা।
সরেজমিনে আজ সোমবার দুপুরে পৌরশহরের মুন্সিপাড়ায় গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতেই পানি জমে আছে।
এলাকাবাসী মল্লিকা বেগম বলেন, ‘ঘরে পানি জমে থাকায় অন্যের বাড়িতে রাত কাটাচ্ছি। পানি নিষ্কাশনের ব্যবস্থার না থাকায় পুত্রবধূকে তাঁর পিতার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া যাতায়াতের রাস্তাটি পানিতে তলিয়ে থাকায় কষ্ট বেড়েছে।’
এলাকাবাসী নুর আলম জানান, আমার পরিবারের ৫ জন সদস্য। বাচ্চারা খুবই ছোট। ঘরে পানি তাই অন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে পৌর মেয়র মামুন সরকার মিঠু বলেন, ‘পানিবন্দী পরিবারগুলোর সঙ্গে দেখা করেছি। পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করা হয়েছে। আশা করি তাদের দুর্ভোগ কমে যাবে। অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।’