লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাইসাইকেল আরোহী হলেন বাচ্চা মিয়া (৬০)। তিনি ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে বাজারের কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাচ্চা মিয়া। বাড়ি কাছে এলে পেছন থেকে বুড়িমারীগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ থানা-পুলিশ। ট্রাকটি পালিয়ে গেছে।