হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম-রংপুর রেললাইনে নাশকতা, এক রাতে ১০ নাট-বল্টু উধাও 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঠাঁটমারী নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা ঠাঁটমারী বদ্ধভূমির কাছে রেললাইনের অন্তত ১০টি নাট-বল্টু খুলে ফেলে।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ঘটনাস্থল পরিদর্শন করে রেল বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক জানান, ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর ওপরের রেললাইনে নাট-বল্টু কে বা কারা খুলে নিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের একজন উপসহকারী প্রকৌশলী এটাকে চুরির ঘটনা বলে জানিয়েছেন। রেল বিভাগ লাইন মেরামত করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, বিষয়টি নাশকতা নয়। কে বা কারা নাটবোল্ট চুরি করেছে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’

রেলও‌য়ে সূ‌ত্রে জানা গে‌ছে, যথানিয়মে আজ মঙ্গলবার সকাল ৭টা ২০ মি‌নি‌টে আন্তনগর ট্রেন কু‌ড়িগ্রাম এক্স‌প্রেস এবং সোয়া ১০টার দি‌কে চিলমারী ক‌মিউটার লোকাল ট্রেন কু‌ড়িগ্রাম স্টেশন ছে‌ড়ে যায়। এরপর দুপু‌রে নাট-বল্টু খু‌লে থাকার বিষয়‌টি রেল বিভা‌গের নজ‌রে আসে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন