নীলফামারীর ডোমারে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের নন্দীপাড়ায় লাল মিয়ার ভুট্টাখেতের আইল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য অশ্বনী কুমার রায় বলেন, ভুট্টাখেতের আইলে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা লাশটি চিনতে পারছে না। লাশের শরীরে সাদা জ্যাকেট ও কালো রঙের ফুলপ্যান্ট ছিল।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।