হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার লাথিতে চাচার মৃত্যু

রংপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরে বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার লাথির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোজাহারী গ্রামের বাসিন্দা ওসমান গণির (৫৫) সঙ্গে শুক্রবার সকালে বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্ব লাগে ভাতিজা সামছুল হক, রমজান আলী ও মিজানুর রহমানের। সেই দ্বন্দ্বের জেরে রাত ৮টার দিকে আবার ঝগড়া বাঁধে। এ সময় ওসমান গণিকে গোপনাঙ্গে লাথি মারেন ভাতিজা মিজানুর রহমান। এতে জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে মাটিতে ঢেলে পড়েন ওসমান গণি। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় ওসমান গণির স্ত্রী মনোয়ারা বেগম আজ শনিবার তারাগঞ্জ থানা ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ওসমান গণির স্ত্রী মনোয়ারা বেগম বিলাপ করে বলেন, ‘সামান্য বাঁশের জন্য ওরা আমার স্বামীকে মেরে ফেলল। আমি শেষ বয়সে কি নিয়ে বাঁচব। আমি সবার বিচার চাই। আমার স্বামীকে যারা মেরে ফেলেছে তাদের ফাঁসি চাই।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘ওসমান গণি মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার