হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অব এইচএসটিইউর আয়োজনে ‘প্রজেক্ট এক্সিবিশন ২.০’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। তিনি প্রদর্শনীতে অংশ নেওয়া প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং প্রজেক্ট সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
ইসিই ক্লাব অব এইচএসটিইউর সভাপতি প্রফেসর ড. মাহাবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মো. মেহেদী ইসলাম।