হোম > সারা দেশ > রংপুর

‘মাদক কারবার’ নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে মাদক কারবারের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম। গতকাল মঙ্গলবার রাতে পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম—হেলাল (৩৬)। পীরগঞ্জ পৌরসভার বৈরাগী পাড়ার বাসিন্দা মৃত আব্দুর রহমান মেম্বারের ছেলে।

ওসি আনোয়ারুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পুরো পরিবারটি মাদক কারবারের সঙ্গে জড়িত। পরিবারের সদস্যদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। নিহত হেলাল মাদক মামলায় ১ মাস জেল খেটে গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বিকেলে বাড়িতে যান। ওই দিন রাত ১০টার দিকে হেলালের সঙ্গে মাদক কারবার নিয়ে তাঁর ছোট ভাইয়ের সঙ্গে আলোচনার একপর্যায়ে একে অপরকে প্রতিপক্ষ ভেবে কথা-কাটাকাটি শুরু হয়। সেই কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানতে পেরেছি।’ 
 
পরে আহত অবস্থায় হেলালকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিহতের পরিবার থেকে ৪ জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি আনোয়ারুল আলম বলেন, ‘নিহতের পরিবার হত্যা মামলা করেছে। মামলার সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারলে পুরো ঘটনা জানা যাবে।’

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

এ বছরেও মেডিকেলে ভর্তির সুযোগ পেল সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

সেকশন