Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

রংপুরের কাউনিয়ার হারাগাছে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার মো. এনায়েত উল্লাহর ছেলে। তিনি লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় যোগদান করেছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে জাহাঙ্গীর আলম লালমনিরহাট থেকে নিজ বাসায় আসার পথে হারাগাছের ভরসা এতিমখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এ সময় তাঁকে উদ্ধার করে প্রথমে হারাগাছ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিনপর বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি মারা যান। 

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত বলেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় পোষ্টিং হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরের নিজ বাড়িতে আসছিলেন। হারাগাছ-রংপুর সড়কের ওই স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আহত হন। 

রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ সদস্য জাহাঙ্গীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা হয়েছে। গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির গাড়ি জাহাঙ্গীরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন