ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা আবারও করোনা আক্রান্ত হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আজ বুধবার তাঁকে সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করেছেন মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. লিটন।
এর আগে গতকাল মঙ্গলবার অসুস্থ অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে তার স্বাস্থ্য পরীক্ষায় কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। ২০২১ সালে তিনি প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পৌরসভার সিও রাকিবুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা ছিল। অসুস্থতার কারণে তিনি গণভবনে পৌঁছাতে পারেননি।’