পঞ্চগড় প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি যুবক আইনুল হক (৩২)। ঘটনার তিন দিন পর তাঁর লাশ আজ শনিবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত দিয়েছে বিএসএফ।
লাশ ফেরত দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তেঁতুলিয়া মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী। তিনি বলেন, ‘আজ বিকেলে বাংলাবান্ধা-ফুলবাড়ি জিরোপয়েন্টে নিহত যুবক আইনুল হকের লাশ গ্রহণ করা হয়। ভারতে লাশের ময়নাতদন্ত হয়েছে। এ জন্য এখানে ময়নাতদন্ত ছাড়াই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
পুলিশ ও নিহতের পরিবার জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগছ এলাকার আকবর আলীর ছেলে আইনুল হক গত মঙ্গলবার রাতে গোয়ালগছ সীমান্তে যান। পরদিন সকালে সীমান্তের ৪৪৮ মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ওই দিন দুপুরে বিএসএফ তাঁর মরদেহ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবির আহ্বানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আইনি প্রক্রিয়া শেষে লাশ ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।
আজ বিকেলে আইনি প্রক্রিয়া শেষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ সময় পুলিশ ও বিজিবি কর্মকর্তা, নিহতের বাবা আকবর আলী, ভাই আজিজুল হকসহ বিভিন্ন স্বজন উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।