হোম > সারা দেশ > রংপুর

রংপুরে মুক্তিযোদ্ধার সন্ধান চেয়ে থানায় জিডি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস আলী (৮০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে দেলওয়ার হোসেন। চিকিৎসাজনিত কারণে রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে ১০ জুন তিনি নিখোঁজ হন।

নিখোঁজ হওয়ার বিষয়টি রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

জিডি থেকে জানা গেছে, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে রংপুরের কোতোয়ালি থানার রতিরামপুর আদর্শপাড়ায় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। গত ১০ জুন বিকেল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলেনি। পরে ১১ জুন তাঁর সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। ডায়েরিতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন।

মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে ও পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, ‘বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে এসেছিলাম। ১০ জুন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাঁকে না পাওয়ায় কোতোয়ালি থানায় জিডি করেছি। তাঁর সন্ধান পেলে কাছের থানা অথবা মোবাইল ফোনের নম্বর ০১৭৬৪৩৪২৬১১-এ যোগাযোগের অনুরোধ জানাই।’

ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতিমধ্যে জেলার সব থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। আশা করি খুব শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।’

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন