হোম > সারা দেশ > লালমনিরহাট

তিস্তা নদীতে নৌকাডুবি, ৩ শ্রমিক নিখোঁজ 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ওই তিনজনকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। তবে সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ রোববার সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের ঘটনায় তিনজনের পরিবারে ও এলাকাজুড়ে চলছে মাতম। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন—উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত ঝোলাই শেখের ছেলে আহেদুল ইসলাম (৪০), মৃত খাদু শেখের ছেলে সফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের মৃত দমেজ আলীর ছেলে ফজলুর রহমান (৫৫)। তাঁরা তিনজনই পেশাদার দিনমজুর।

তলিয়ে যাওয়া নৌকা থেকে প্রাণে বেঁচে ফেরা যাত্রী খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রোববার সকালে প্রায় ১৫-২০ জন দিনমজুর কাজের জন্য ওই নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন। হঠাৎই মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খুঁজেও তাঁদের পায়নি। 

নিখোঁজ আহেদুলের বড় ভাই আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট ভাই একজন দিনমজুর। তার পাঁচ ছেলে-মেয়ে। পরিবারে একমাত্র উপার্জনকারী সে। আজ সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি সে নদীতে ডুবে নিখোঁজ।’ 
 
এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে ওই তিনজনকে খোঁজা শুরু করেছে। তবে এখন অবধি কাউকে খুঁজে পাওয়া যায়নি। ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ 
 
এ ঘটনায় হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসেই ডুবুরি দলকে খবর দিই। তারা ওই তিনজনকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার