Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও

সেবার মান বৃদ্ধিসহ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিনি স্বাস্থ্য কমপ্লেক্সেটি পরিদর্শন করেন। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও প্রসূতি মায়েদের খোঁজ নেন এবং বিভিন্ন ওয়ার্ড ও কর্নারের সার্বিক বিষয়ে অবগত হন ইউএনও। সেই সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প.প) কর্মকর্তা এ টি এম ওবায়দুল্লাহর বিরুদ্ধে ওঠা চাঁদা দাবিসহ বিভিন্ন অভিযোগের সত্যতা জানতে এবং সমস্যা দূর করতে চিকিৎসক, নার্স-মিডওয়াইফ, স্যাকমো, ওয়ার্ড বয়, সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন প.প এ টি এম ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) শামসুদ্দোহা মুকুল, ইন্সপেক্টর (তদন্ত) মোতালেব ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। 

এ বিষয়ে ইউএনও তাজ উদ্দিন বলেন, ‘হাসপাতালে জনগণের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ ও সমস্যা নিরসনের জন্য এই পরিদর্শন। এতে বিভিন্ন অভিযোগ বিষয়ে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মতামত শুনেছি। সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই সঙ্গে সেবা সংক্রান্ত সমস্যা দ্রুত সময়ে নিরসনে কাজ করছি।’ 

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ‘খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স: মন্ত্রীর সফরের খরচ মেটাতে চাঁদা আদায়’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এর পরে নানা অসংগতি নিয়ে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস।

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি

৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

অস্ত্রের ছবি পোস্ট করা ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

শক দিয়ে মাছ শিকার জলজ প্রাণীর ক্ষতি

তিস্তায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, বিপাকে জেলেরা

সেই মেলার মাঠে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও

কলেজের অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ আওয়ামী লীগ নেতাকে আমন্ত্রণ জানানোয় খাবার বর্জন

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

মাদকসেবী আটক করায় পুলিশের ওপর চড়াও কারবারিরা