হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে ছাত্রলীগের দখলে থাকা কক্ষে মিলল দেশীয় অস্ত্র-মদের বোতল

রংপুর প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দখল করা রুমগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশ প্রশাসনকে হস্তান্তর করা হয়। 

বেরোবি হল প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যেসব রুম ছাত্রলীগের দখলে ছিল, সেগুলোতে অস্ত্র আছে এবং তা অনিরাপদ অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা ছাত্রলীগের দখল করা রুমগুলো তল্লাশি করেন। এ সময় রুমগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়। 

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল ছিল। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো আজ বৃহস্পতিবার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেন, ‘আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি। তারপর এ অভিযান চালানো হয়। আজ পর্যন্ত অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব অস্ত্র ও মদের বোতল বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখার পর আজ সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাক্রী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে।’ এরপর শহীদ মুখতার ইলাহী হলেও অভিযান চালানো হবে বলেও জানান তাঁরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. হারুন আল রশীদ বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, আনসার ও শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সন্দেহযুক্ত রুমে অভিযান চালানো হয়। রুমগুলো থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়। আজ সেগুলো তাজহাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন