হোম > সারা দেশ > কুড়িগ্রাম

‘দাদার স্বপ্নপূরণে’ পালকিতে নাতির বিয়ে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চার বেহারার পাল‌কি, গায়ে কালো শেরওয়া‌নি, মাথায় পাগ‌ড়ি পরে কয়েক শ মানুষ নিয়ে নববধূ‌কে নি‌তে যা‌চ্ছেন বর। গ্রামবাংলায় প্রায় বিরল এই দৃশ্য গতকাল শনিবার দেখা গেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকায়।

বর রমনা মডেল ইউনিয়‌নের সরকারপাড়া গ্রা‌মের খ‌লিলুর রহমান সরকা‌রের ছে‌লে জাকা‌রিয়া সরকার। বিশ্ব‌বিদ‌্যালয় থে‌কে স্নাত‌কোত্তর শেষ করে তি‌নি বাবার ব‌্যবসা দেখাশোনা কর‌ছেন।

আর ক‌নে ফাতেমাতুজ জোহরা পিয়া একই গ্রা‌মের আবু জেয়াদ আজাদ বিপ্লবের মে‌য়ে। পিয়ার বাবাও হার্ডওয়া‌রের ব‌্যবসা ক‌রেন। দুই সন্তা‌নের ম‌ধ্যে পিয়া বড়। তি‌নি হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। 

গতকাল শ‌নিবার বি‌কে‌লে পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌য়ে হয়।

জাকা‌রিয়া সরকার আজকের পত্রিকাকে বলেন, ক‌য়েক বছর আগে দাদা ওসমান আলী সরকার মারা যান। দাদার স্বপ্ন ছিল একমাত্র না‌তির বি‌য়ে হ‌বে পাল‌কি‌তে। তাছাড়‌া কা‌লের বিবর্ত‌নে গ্রামবাংলার ঐতিহ‌্য পাল‌কি বিলুপ্ত হ‌য়ে গে‌ছে। দাদার স্বপ্নপূরণ এবং হারা‌নো ঐতিহ‌্য ফি‌রি‌য়ে আন‌তে মূলত এই আয়োজন।

জাকারিয়ার গায়ে হলুদ থেকে শুরু করে বি‌য়ের প্রত্যেকটি আনুষ্ঠা‌নিকতাই ছিল জাঁকজমকপূর্ণ। গায়ে হলুদ উপলক্ষে পুরুষ‌দের জন‌্য ১৫০টি পাঞ্জাবি, নারী‌দের‌ ২০০ শাড়ি উপহার দেন তি‌নি।

ক‌নের বাবা আবু জেয়াদ আজাদ বিপ্লব ব‌লেন, ‘আমরা একই গ্রা‌মের। বি‌য়েতে পাল‌কি থাক‌বে এটা দুই প‌রিবা‌রের সম্ম‌তি ছিল। পা‌ল‌কি গ্রামবাংলার এক‌টি হারা‌নো ঐতিহ‌্য। এ প্রজন্ম পাল‌কির নাম শুন‌লেও চো‌খে দে‌খে‌নি। হারা‌নো ঐতিহ‌্য ধ‌রে রাখ‌তেই আমা‌দের এই আয়োজন।’

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ