Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে চালু হলো ২ টাকার সবজির বাজার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে চালু হলো ২ টাকার সবজির বাজার

কুড়িগ্রাম শহরে দরিদ্রদের জন্য ২ টাকার সবজির বাজার চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে আনুষ্ঠানিকভাবে বাজার চালু করে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ঈদের আগের দিন পর্যন্ত জেলা সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি চলবে।

উদ্বোধনী দিন দেড় শতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মধ্যে এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি করে মিষ্টি কুমড়া, একটি লাউ ও একটি ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজের বাজার মূল্য প্রায় দেড় শ টাকা। তবে মাত্র ২ টাকার বিনিময়ে এই সবজি প্যাকেজ পেয়েছেন সুবিধাবঞ্চিত মানুষ। স্বল্প মূল্যে সবজি পেয়ে খুশি তারা।

দুই টাকার সবজি বাজারে সবজি কিনতে আসা আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দিন ভিক্ষা করে যে টাকার জোগান হয় তাতে খুব একটা ভালো মন্দ খাওয়া হয় না। দুই টাকার বিনিময়ে অন্তত পেট পুড়ে সবজি ডিম খাওয়ার সুযোগে খুশি আমি।’

আকবর বলেন, ‘মাত্র ২ টাকায় এতোগুলা সবজি পাইলং। সঙ্গে ডিম। এটা হামার জন্যে খুব ভালো হইল। এ বাজার গরিব মানুষের জন্য রহমত।’

সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘দুই টাকার বিনিময়ে তার এ কর্মসূচিতে ঈদের আগের দিন পর্যন্ত দরিদ্র মানুষ ডিমসহ ৫টি আইটেম ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুশইত মানুষের মধ্যে এসব পণ্য নামমাত্র মূল্যে বিতরণ করা হবে। এটা রিলিফ নয়, অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এ সবজি বাজারে ২ টাকা নেওয়া হচ্ছে। এটি দয়া বা করুণা নয়, এটা তাদের অধিকার।’

ঈদের আগে তাদের সংগঠনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে মাত্র ১০ টাকার বিনিময়ে ঈদের পোশাক বিক্রি করা হবে বলে জানান এই সংগঠক।

হত্যাসহ ৪ মামলায় পঞ্চগড়ে ছাত্রলীগের সভাপতি কারাগারে

জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় প্রাণ গেল যুবকের

রংপুরের তিন কলেজে ছাত্রদলের আংশিক কমিটি

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, পাঁচ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

আমাদের কর্মীরা বিশৃঙ্খল নয়, দেশ গড়ার ক্ষেত্রেও তারা দায়িত্বশীল: জামায়াতের আমির

গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন

নতুন কার্ড এল ৭০০০ দুশ্চিন্তায় ৩৪০০০

তারাগঞ্জের সেই মাঠে নারীদের ফুটবল ম্যাচ