হোম > সারা দেশ > রংপুর

কুলিক নদী থেকে নারীর লাশ উদ্ধার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর কুলিক নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি। 

নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৬০)। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের আব্দুস সামাদের স্ত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রেজিয়া খাতুন। আজ সোমবার ভোরে বিবস্ত্র অবস্থায় কুলিক নদীতে ভাসমান একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে রেজিয়ার স্বজনেরা সেখানে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন। 

রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম বলেন, তিনি ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। গতকাল রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সোমবার সকালে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত না করতে আবেদন করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে দাফন কাজ শেষ করা হবে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা ময়নাতদন্ত না করতে আবেদন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতি পেলেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

মানুষের কষ্টের আগুনে পেট্রল ঢেলেছে সরকার: নুরুল হক

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

সেকশন