ফুলবাড়ী (প্রতিনিধি) কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসানুর রহমান (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার রাবাইতারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাসানুর ওই এলাকার নজির হোসেনের ছেলে।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও নিহতের স্বজনেরা জানান, হাসানুর রহমান অনেক দিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। এ নিয়ে অনেকটা হতাশ হয়ে পড়েন। এর আগে কয়েকবার আত্মহত্যারও হুমকি দেন। রোববার রাতে স্বজনদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঘরে হাসানুর রহমানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।