Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়া ইশরাত বিপুল ভোটে জয়ী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়া ইশরাত বিপুল ভোটে জয়ী

রংপুরের পীরগাছায় শারীরিক উচ্চতার কারণে চাকরি না পাওয়া মোছা. ইশরাত জাহান সুইটি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলা পরিষদের হলরুমে ঘোষিত বেসরকারি ফলাফলে বিজয়ী হন তিনি। 

ইশরাত জাহান প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯৬ হাজার ৭৪৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রেহেনা বেগম পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৯৫ ভোট। উপজেলা পরিষদের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফারুক আহম্মেদ। 

ইশরাত জাহান পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। জন্মের পর পা বেকে যাওয়া এবং মাত্র তিন ফুট উচ্চতার কারণে চাকরি পাননি সুইটি। রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স পাস করেন তিনি। এরপর সমাজের গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে থাকেন। 

উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ে একাই বাজিমাত করেছেন ইশরাত জাহান। একই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইশরাত জাহানের বিজয় নিয়ে গোটা উপজেলাজুড়েই চলছে আলোচনার। ভোট শেষে সব খানেই তাঁকে নিয়ে মেতে উঠছেন সাধারণ মানুষ। ইশরাত জাহানকে নিয়ে গত ৩০ এপ্রিল আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। 

বিজয়ী হওয়ার পর ইশরাত জাহান সুইটি বলেন, ‘এই বিজয় পীরগাছার জনগণের। প্রথমবার নির্বাচন করে মানুষের এত সাড়া পাব ভাবতে পারিনি। আমার মতো এত ভোট পীরগাছায় আর কোনো প্রার্থী পাননি। আপনাদের এই ঋণ কোনো দিন ভুলতে পারব না। আগামী দিনে যেন আপনাদের আপদে-বিপদে পাশে থাকতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’ 

ইশরাত জাহান সুইটির স্বামী ফারুক হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে যে এত মানুষ ভালোবাসে, তা কল্পনা করতে পারিনি। আমরা পীরগাছাবাসীর কাছে ঋণী।’

কৃষকের জমি দখল করে আ.লীগ নেতার চাতাল

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

ডেভিল হান্ট অভিযানে সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কৃষকের জমিতে আ.লীগ নেতার চাতাল নির্মাণের অভিযোগ

মিঠাপুকুরে যুবকের হামলায় বড় ভাই নিহত

কাজে আসছে না ৩৪ লাখ টাকার সিগন্যাল

সিংড়া শালবনে আগুন, পুড়ে গেছে ৭ হেক্টর জমির বেতগাছ

বিরামপুরে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ১

চার দিন ধরে অনশনে বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

পীরগঞ্জে আগুনে পুড়ল ৯ বাড়ি