লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় সরকারি কলেজের কর্মচারীসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাতীবান্ধা উপজেলা সদরের সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক জামদ্দির ছেলে একই প্রতিষ্ঠানের অফিস সহায়ক নাজমুল হোসেন (২৭) ও সিংগিমারী এলাকার আমিনুর রহমানের ছেলে সিদ্দিক (২৫) ও মেহেদী হাসান।
ভুক্তভোগী ব্যবসায়ী নুরুজ্জামান উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। পেশায় বিকাশ ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান বন্ধ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুজ্জামান। পথে ভুট্টাখেতে ওত পেতে থাকা ছিনতাইকারী চক্রের পাঁচজন তাঁকে ঘিরে ফেলে। এ সময় ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে জিম্মি করে ব্যাগে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রথমে তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে দুজন ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে পালানোর সময় তাঁর চিৎকারে এলাকাবাসী ছিনতাইকারী দুজনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।
এ ঘটনায় ব্যবসায়ী নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলায় অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ব্যবসায়ীর খোয়া যাওয়া ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী নবী বলেন, ‘এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনার মামলায় অভিযান চালিয়ে আমরা আরও একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে।’