Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ক্লোজআপ তারকা সাজুর বিরুদ্ধে মায়ের মামলা

প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

ক্লোজআপ তারকা সাজুর বিরুদ্ধে মায়ের মামলা

জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মায়ের মাথা ফাটানোর অভিযোগে ক্লোজআপ তারকা সাজু আহমেদের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে আহত সাজুর মা রানীজান বেগম বাদী হয়ে কুড়িগ্রামের উলিপুর থানার এ মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ইমতিয়াজ কবির জানান, সাজুর মা রানীজান বেগম অসুস্থ থাকায় গত শনিবার রাতে সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। এর পর অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে রোববার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সাজুর মা। উলিপুর থানায় মামলা নম্বর সাত। মামলার একমাত্র আসামি হচ্ছেন কণ্ঠশিল্পী সাজু আহমেদ। 

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পুলক কুমার সরকার বলেন, সাজুর মা বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালের নারী সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর মাথার সামনের দিকে ৭ সেন্টিমিটার ফেটে যাওয়ায় ৭টি সেলাই দিতে হয়েছে। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজু আহমেদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আজগার আলী ও রানীজান বেগমের ছোট ছেলে। তাঁর পিতা ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। সাজু আহমেদ ২০০৮ সালে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানে অংশ নেন। সেখানে দ্বিতীয় রানার আপ হয়ে তারকা খ্যাতি অর্জন করেন।

সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম জানান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছেন সাজু। এরপর থেকে পান্ডুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন। এ জন্য জমির ভাগ ও টাকার জন্য ৩ সেপ্টেম্বর দুপুরের দিকে তাঁর সামনে চাকু দিয়ে মায়ের মাথায় আঘাত করে সাজু। এতে মায়ের মায়ের মাথা ফেটে যায়। 

মামলার আসামি সাজু আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির। 

‘ইউএনও–ডিসিকে সামলাতে হচ্ছে’ বলে চাঁদা দাবি করা বৈষম্যবিরোধী নেতাকে অব্যাহতি

ঠিকাদারের কাছে ৬% ঘুষ চাইলেন প্রকৌশলী

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাংলাদেশি যুবককে মেরে লাশ নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৮

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের সেই ‘বড় ভাই’ আটক

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

অনশন ভেঙে কাজে ফিরেছেন বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীরা

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক