হোম > সারা দেশ > রংপুর

হিলি সীমান্তে রেলসেতু সংস্কারে বিএসএফের বাধা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

হাকিমপুর হিলি সীমান্তে রেলসেতু সংস্কারকাজে বাধা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে রেলসেতু সংস্কারকাজে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, বাধা দেওয়ার কথা নয়। তারপরও কেন তারা এমন করছে, আলোচনা করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ধরন্দা গ্রামের কয়েক গজ পশ্চিমে সীমান্তবর্তী রেলসেতু সংস্কারকাজ শুরু হয়। সেখানে ইট-বালু দিয়ে কাজ করা হলে গতকাল শনিবার বিকেলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করতে বলেন। এ সময় শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে যায়।

হিলি রেলওয়ের টাইমকিপার আরাফাত রহমান বলেন, হিলি সীমান্তের ধরন্দা গ্রামসংলগ্ন রেলওয়ে সেতুর নিচের অংশে পাথর সরে দেবে যায়। এ কারণে ট্রেন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করায় সাত দিন আগে রেলওয়ে বিভাগ থেকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

এরপর থেকে শ্রমিকেরা এর সংস্কারকাজ শুরু করে এলেও ওই দিন বিকেলে কোনো কারণ ছাড়াই হিলির বিএসএফ ক্যাম্পের সদস্যরা এতে বাধা দেন। ফলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি স্থানীয় হিলি ২০ বিজিবি ক্যাম্পে জানানো হলে তারা গতকাল (শনিবার) সন্ধ্যায় বিএসএফের সঙ্গে আলোচনা করেন। এরপর বিজিবির পক্ষ থেকে কাজ শুরু করার কথা বলে। কিন্তু কাজ করতে গেলে বিএসএফ বাধা দেয়। এ কারণে শ্রমিকেরা সেখানে কাজ করতে চাচ্ছেন না। আবারও ২০ বিজিবিকে বিষয়টি জানানো হয়েছে।

গত ৩০ জানুয়ারি বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে মিটিংয়ে বিষয়টির ব্যাপারে বিএসএফকে জানানো হয় এবং তারা আপত্তি করবে না বলে জানায়। বর্তমানে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের আলোচনায় বসার কথা রয়েছে।

হিলি রেলওয়ে স্টেশনমাস্টার জয়ন্ত কুমার দাস বলেন, ‘শুনেছি বিএসএফ সেতুর সংস্কারকাজ করতে দিচ্ছে না। ফলে এ রেলপথ দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, নীলফামারী ও পঞ্চগড়গামী ট্রেন সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। কাজটি দ্রুত করা দরকার।’

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রংপুর

নীলফামারীর উত্তরা ইপিজেডের কারখানায় বিস্ফোরণ, ২ শ্রমিক দগ্ধ

বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় বহিষ্কার ৮

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ব্যক্তির লাশ দাফন, চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ

নীলফামারীতে আদালত চত্বরে জনরোষের শিকার সাবেক এমপি আফতাব

ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ৭০

বিরামপুরে মুসলিমদের সহমর্মিতায় অভিভূত হিন্দু পরিবার

সৈয়দপুরে সিনেমা হলে ফিরছে দর্শক, দিনে লাখ টাকার টিকিট বিক্রি

টানা ৯ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু