নীলফামারী প্রতিনিধি
দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের কমতি রেখেছেন তিনি (প্রধানমন্ত্রী) বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
আজ সোমবার গণপূর্ত বিভাগ নীলফামারীর তত্ত্বাবধানে ৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বীজ প্রত্যয়ন অফিসারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সার্কিট হাউস সড়কে অবস্থিত নতুন এই তিনতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘এমন কোনো জায়গা নেই যে যেখানে উন্নয়নের কমতি রেখেছেন। আমরা যেটা ভাবি না, তিনি সেটাও ভাবেন। কারণ, তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছেন। এ কারণে এত উন্নয়নের সুফল ভোগ করছি আমরা।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক ড. এস এম আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, গণপূর্ত বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী তৌহিদুজ্জামান ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বক্তব্য দেন।
জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, রংপুর বিভাগের মধ্যে তিনটি জেলায় এই ধরনের ভবন নির্মাণ হয়েছে। এই ভবনে বীজ গবেষণাগারও রয়েছে। ভবনটি হওয়ার ফলে সঠিক বীজ বিতরণ কিংবা কৃষকেরা সঠিক বীজ পাচ্ছেন কি না, সেটি নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্র বাড়ল এখন থেকে।