হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুরে বেড়েছে হাঁড়িভাঙার দাম

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে হাঁড়িভাঙা আমের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা আমে ৩০ থেকে ৩৫ টাকা ও পাকা আমে কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান ঈদের পর ঢাকাসহ বিভিন্ন শহরে পাঠানোর কারণে দাম বাড়ছে।

মিঠাপুকুর উপজেলার সর্বত্র এই আম উৎপাদন হয় না। ১৭ ইউনিয়নের মধ্যে খোড়াগাছ ও ময়েনপুর ইউনিয়নে বাণিজ্যিকভাবে হাঁড়িভাঙার আম চাষ হচ্ছে। জুন মাসের ১০ তারিখ থেকে বেচাকেনা শুরু হয়েছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচা আমের কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা ও পাকা আম প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা দরে বেচাকেনা হয়েছে।

বাগানমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের কেনাকাটা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় হাঁড়িভাঙা আম বেচাকেনা কম হয়েছে। ঈদের পর ঢাকাসহ বিভিন্ন শহরে পাঠানোর কারণে বর্তমানে কাঁচা আম দ্বিগুণ দামে বেচাকেনা হচ্ছে।

উপজেলা সদরের ব্যবসায়ী সাজু মিয়া বলেন, তিনি আমের বাগান কিনে লোকসানের আশঙ্কা করেছিলেন। কারণ, প্রতি কেজি আম ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করে মুনাফা হচ্ছিল না। তাঁর দেওয়া তথ্যমতে বর্তমানে ভালো দরে বেচাকেনা হচ্ছে। প্রতি কেজি কাঁচা আম ৫০ থেকে ৬৫ টাকা ও পাকা ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দু-এক দিন পর দাম আরও বাড়তে পারে। 

হাঁড়িভাঙা আম চাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার বলেন, ঈদের পর চাহিদা বেড়েছে। বর্তমান দরে বেচাকেনা হলে চাষি ও ব্যবসায়ীরা মুনাফা করতে পারবেন।

খোড়াগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, হাঁড়িভাঙা আমের রাজধানী খ্যাত পদাগঞ্জ বাজারে বেচাকেনা বেড়েছে। বিভিন্ন জেলা শহর থেকেও ব্যবসায়ীরা এসে আম নিয়ে যাচ্ছেন।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার