Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা, নিহত বেড়ে ২ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাইকের ধাক্কা, নিহত বেড়ে ২ 

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

নিহত তরুণের নাম নাইমুল ইসলাম স্বচ্ছ (২০)। তিনি উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এর আগে সাগর মিয়া (২০) নামের আরও তরুণ নিহত হন। তিনি পৌর শহরের গিরিধারীপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। এ ছাড়া এ ঘটনায় সামিউল ইসলাম (২১) নামের আরও এক তরুণ আহত হয়েছেন।

এর আগে আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন যুবক বেপরোয়া গতিতে বাইক চালিয়ে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে টেংরা-বাদিয়াখালী সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে দুমড়েমুচড়ে যায়। 

স্থানীয়রা তাঁদের উদ্ধারর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। 

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাজু ইসলাম দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার ওপর হামলা

খানসামায় বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও

বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ

হাবিপ্রবিতে ৫ কর্মকর্তা-শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় অবস্থা কতটা ভয়াবহ: দুদু

রংপুরে হেজবুত তাওহীদ ও স্থানীয় জনতার সংঘর্ষ-আগুন, নেতৃত্বে আ. লীগ নেতা

স্কুল থেকে বিদায়ের আগের দিনেই চিরবিদায়

বৃদ্ধাকে এসিড নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে ‘সন্দেহজনক’

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও

সৈয়দপুরে তেলবাহী গাড়ির ধাক্কায় নিহত ১