Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

গৃহবধূকে নির্যাতন মামলায় স্বামীসহ ৩ জন কারাগারে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

গৃহবধূকে নির্যাতন মামলায় স্বামীসহ ৩ জন কারাগারে

রংপুরের তারাগঞ্জে যৌতুক হিসেবে মোটরসাইকেলের জন্য এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী, শ্বশুর ও দেবরকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 

ভুক্তভোগী গৃহবধূ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সয়ার ইউনিয়নের এলাহীর বাজার এলাকার আজম আলীর মেয়ে আইরিন আক্তারের (১৮) সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় কুর্শা ইউনিয়নের বাঙালীপুর গ্রামের আদম আলীর ছেলে জুয়েল হোসেনের (২৫)। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সময় কোনো প্রকার যৌতুক আদান-প্রদান করা হয়নি। কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতে ওই গৃহবধূর কাছে যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করেন জুয়েল ও তাঁর পরিবার। মোটরসাইকেল কিনতে টাকা আনার জন্য প্রায় মারধর ও নির্যাতন করা হতো আইরিন আক্তারকে। 

এরই ধারাবাহিকতায় ৯ মে বিকেলে সাড়ে ৫টার দিকে আইরিনকে বাবার বাড়ি থেকে স্বামী জুয়েল মোটরসাইকেল কেনার জন্য ২ লাখ টাকা আনতে বলেন। টাকা আনতে রাজি না হওয়ায় আইরিনের সঙ্গে তর্ক হয়। এ সময় জুয়েল আইরিনের বাবা-মাকে অকথ্য ভাষায় গালাগাল করলে আইরিনও জুয়েলের বাবা-মাকে নিয়ে কথা বলেন। এতে ক্ষুব্ধ হয়ে জুয়েল ও তাঁর বাবা-মা, ভাই আইরিনকে মারধর করেন। মারধরের একপর্যায়ে আইরিন জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন আইরিনের বাবা-মাকে খবর দিলে তাঁরা এসে আইরিনকে উদ্ধার করে ওই দিনই তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

এ ঘটনায় আইরিন আক্তার বাদী হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারাগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে বাঙালীপুর গ্রাম থেকে স্বামী জুয়েল হোসেন, শ্বশুর আদম আলী ও দেবর রাসেল হোসেনকে গ্রেপ্তার করে। 

ভুক্তভোগী গৃহবধূ আইরিন আক্তার বলেন, ‘একটি মোটরসাইকেলের টাকার জন্য আমাকে যে নির্যাতন করত তা অসহনীয় ছিল। টাকা না আনায় আমাকে মারধর করে মেরে ফেলতে ধরছিল। আল্লাহ সহায় ছিলেন তাই বেঁচে আছি। আমাকে অকারণে নির্যাতনের সঠিক বিচার চাই।’ 

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘নির্যাতনের শিকার গৃহবধূ থানায় আসার সঙ্গে সঙ্গে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই রাতেই অভিযান চালিয়ে ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

দুটি ড্যামই অকার্যকর সেচের খরচ দ্বিগুণ

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে