Ajker Patrika
হোম > সারা দেশ > রংপুর

ইউপি চেয়ারম্যান পলাতক, ব্যাহত সেবা কার্যক্রম

কুড়িগ্রাম প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান পলাতক, ব্যাহত সেবা কার্যক্রম

কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়া ৩দিন ধরে নিজ কার্যালয়ে যাচ্ছেন না। এতে সেবাবঞ্চিত হচ্ছেন ইউনিয়নের মানুষ। আজ মঙ্গলবার দুপুরে পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে।

চেক প্রত্যাখ্যাত হওয়ার দুটি মামলায় তিনি ১ বছর করে কারাদণ্ড এবং ১১ লাখ টাকা অর্থদণ্ড পেয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তিনি আত্মগোপনে আছেন।

ইউনিয়নের বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘জন্মনিবন্ধনের আবেদন নিয়ে এসে দেখি চেয়ারম্যান নাই। বাধ্য হয়ে ফিরে যাচ্ছি। আমাদের মতো অনেকে ফিরে যাচ্ছেন।’

বেলগাছা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাগর চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান কয়েকদিন ধরে পরিষদে আসছেন না। এতে করে জনগণকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আমরা খুব যন্ত্রণায় আছি।’
 
১ নম্বর ওয়ার্ড সদস্য তসলিম উদ্দিন বলেন, ‘চেয়ারম্যান যা শুরু করছে তাতে ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে। তিনি নিয়মিত আসেন না। ইউনিয়নবাসীর বিভিন্ন ট্যাক্সের টাকা উত্তোলন করে তিনি অ্যাকাউন্টে জমা না করে আত্মসাত করেছেন। এখন সাজা হওয়ায় কয়েকদিন থেকে পরিষদেও আসতেছেন না।’

বেলগাছা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির বলেন, ‘চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে জন্মনিবন্ধন করতে সমস্যা হচ্ছে। সোমবার রাতে তার সঙ্গে মোবাইলে যোগাযোগ সম্ভব হলে তিনি সনদের কাগজে স্বাক্ষর করে সেগুলো লোক মারফত পাঠিয়েছেন।’
 
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আফতাব উদ্দিন

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি

সৈয়দপুরে সেনাবাহিনীর সহায়তায় ফুটপাত দখলমুক্ত

বিএনপির নতুন কমিটির সমালোচনা করে আহ্বায়কের মার খেলেন কৃষক দলের নেতা

নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন রংপুরে গ্রেপ্তার

তিস্তায় হাঁটুপানি, বেকার ৪ হাজার জেলে-মাঝি

সরকারি অ্যাম্বুলেন্স সংকট, রোগী জিম্মি বেসরকারিতে

দিনাজপুরে নেসকোর গুদামঘরে আগুন, পুড়ল ১ ঘণ্টা ধরে