দিনাজপুরের পার্বতীপুরে চুরি করা রেললাইনের পাতের প্রায় অর্ধশত টুকরা ধান খেত থেকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ভবানীপুর-মধ্যপাড়া পাথরখনি রেলপথের মৌলভীরডাঙ্গা এলাকা থেকে এসব লাইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত রেললাইনের পাতের আনুমানিক ওজন ৫ টন বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে, এ ঘটনার জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
পুলিশ, রেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলছে, পরিত্যক্ত হওয়ায় দীর্ঘদিন যাবৎ ভবানীপুর-পাথরখনি রেলপথের বিভিন্ন স্থানে রেললাইনের পাত কেটে চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র। ইতিমধ্যে ওই রেলপথের প্রায় কয়েক কিলোমিটার লাইন কাটা হয়েছে।
এ দিকে গোপন সূত্রে খবর পেয়ে রেলের উপ-সহকারী প্রকৌশলী মো. আল আমিন পুলিশকে জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের মৌলভীরডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়া এলাকায় রেললাইনের পাত কেটে রাখা হয়েছে। এ খবরে পার্বতীপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম সাজিদ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় রেললাইনের পাশের জমিতে খড়ের গাদার নিচ থেকে ৮ ফুট লম্বা ৪৬টি রেললাইনের পাত উদ্ধার করে তারা।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘রেলের পাত চুরি করে নিয়ে যাওয়ার সময় কোনো কারণে লুকিয়ে রেখে যায় চোরেরা। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এসব রেললাইনের পাত উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’